About
Market Bangladesh Shop (MBS) একটি ভিন্নধর্মী মার্কেটপ্লেস। যেখানে ভেন্ডর বা সেলারদের প্রয়োরিটি দিয়ে মার্কেটপ্লেসটি প্রতিষ্ঠিত। MBS ধীরে ধীরে ভেরিফাইড ভেন্ডর বা সেলারদের নিয়ে এগোবে। Quality & Commitment এই দুটো বিষয়কে সামনে রেখে MBS ও ভেন্ডরগণ সর্বোচ্চ চেষ্টা করবেন ক্রেতা বা গ্রাহকদের সেবা প্রদানের। MBS মূলত কর্পোরেট ও ইন্ড্রাস্টিয়াল লেভেলের কাস্টমারকে প্রায়োরিটি দিয়ে কাজ করবে যার দরুন এখানে সেলার বা ভেন্ডর ইনফরমেশন খুবই জরুরী। প্রিয় ভেন্ডরগন তাদের মূলত এখানে B2B এর মতো কাজ করবেন।
MBS ভেন্ডরগণ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবেন অর্থাৎ পণ্য সিলেকশন, কোয়ালিটি ঠিক রাখা, সঠিক মূল্য নির্ধারন, দ্রুত ও নিরাপদে ডেলিভারী প্রদান করা। প্রতিটি কাজ ভেন্ডর বা সেলারগন আন্তরিকতার সাথে করবেন।
Market Bangladesh একটি Online Directory Site, যেখানে Market Bangladesh Shop (MBS) একটি কর্পোরেট মার্কেটপ্লেস হিসেবে আর্বিভূত। Market Bangladesh এই মার্কেটপ্লেসকে আরো সমৃদ্ধ করার জন্য SEO ভিত্তিক সকল বিজ্ঞাপন কার্যক্রম গ্রহণ করবে এবং ধীরে ধীরে এটিকে একটি প্রফেশনাল সাইটে পরিণত করবে।
Promotional Campaign হিসেবে সব ধরনের প্রডাক্টের কমিশন মাত্র ২.৫%। ভেন্ডর শর্তাবলী বুঝার জন্য এখানে ক্লিক করুন।
ধন্যবাদ
Leave a Reply